About this course
C Programming এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটাকে সকল মডার্ন ল্যাঙ্গুয়েজ এর Mother Language হিসাবে ধরা হয়। গত 30 বছরেরও বেশি সময় ধরে এই ল্যাঙ্গুয়েজ পুরা Market এ নিজের আধিপত্য বিস্তার করে আছে।এটাকে আমরা মাঝামাঝি লেভেল এর একটা ল্যাঙ্গুয়েজ ও বলতে পারি যেটা দিয়ে ইউনিক্স, উইন্ডোজ, লিনাক্স এর মত অপারেটিং সিস্টেম যেমন ডেভেলোপ করা যায়,পাশাপাশি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর জন্যও এটাকে ব্যবহার করা যায়।
অনেকগুলো বড় বড় ওপেন সোর্স প্রজেক্ট রয়েছে যেমন_পাইথন ইন্টারপ্রেটার,লিনাক্স কার্নেল ইত্যাদি সেগুলোতেও C Programming ব্যবহৃত হয়ে থাকে।
#কেন আমি এই কোর্সটি তৈরি করেছি?
আপনি যদি বিগিনার হয়ে থাকেন এবং প্রোগ্রামিং শিখতে আগ্রহী হোন,তাহলে দেখবেন সবাই একই কথা বলবে যে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করতে।
আসলে যখন সবাই ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে JavaScript, Java, python এর মত ল্যাঙ্গুয়েজ গুলার পিছনে ছুটতে ব্যস্ত,তখন আমরা বিগিনার দের কেন বলি সি প্রোগ্রামিং দিয়ে স্টার্ট করতে। এর পিছনে সবচেয়ে বড় কারন এটি এমনি ল্যাঙ্গুয়েজ যেটি আপনি আয়ত্ত্ব করে ফেললে এবং এর মাধ্যমে লজিক ডেভেলপমেন্ট ,ডাটা স্ট্রাকচার, প্রবলেম সলভিং , এলগরিদম করতে থাকেন তাহলে আপনি ওদের থেকে অনেকগুণ এগিয়ে যাবেন যারা C ভালোমতো না শিখেই অন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে।
আর আপনার এই ইচ্ছাশক্তি,দক্ষতার ভিত্তিতে শুধু কোনো জব না, গ্লোবালী পুরো প্রোগ্রামিং সেক্টরে আপনার ডিমান্ড হয়তো কেমন হবে বুঝতে পারছেন।
আমার এই কোর্সটি যারা ইন্টারমিডিয়েট এর শিক্ষার্থী আছেন তাদের জন্য ও সুফল বয়ে আনবে। কারণ HSC- ICT তে ও সি প্রোগ্রামিং এর বেসিক বিষয়গুলো সম্পর্কে জানার রয়েছে। আর যেহেতু এটি প্রারম্ভিক কোর্স তাই তারাও এটা করে অনেকগুণ নিজের Skill বাড়িয়ে অন্য সবার থেকে একধাপ এগিয়ে নিতে পারবে।
আবার যারা সি++ শিখবেন তাদের কথা চিন্তা করেও কোর্স Curriculum টা সাজানো হয়েছে। এই কোর্সে আপনার গভীরচিন্তাশক্তি, যুক্তিযুক্তভাবে চিন্তা করতে এবং প্রতিটি পদক্ষেপের আগে যুক্তিটি স্পষ্টভাবে চিন্তা করতে উৎসাহিত করার জন্য প্রচুর অনুশীলন দিয়া হয়েছে।
আর এই সকল বিষয় মাথায় রেখেই কোর্সটির কারিকুলাম এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনি একদম শূন্য থেকে শুরু করে সি প্রোগ্রামিং শিখতে পারেন এবং অনেকগুলো সমস্যার সমাধান করার মাধ্যমে নিজেকে সেইভাবেই তৈরি করতে পারেন যেনো অ্যাডভান্স যেকোনো সমস্যা সলভ করার মানসিকতা তৈরি হয়ে যায়।
এই কোর্সে যারা Enroll করবে তাদের জন্য প্রাইভেট ফোরামে কিছু লাইভ ক্লাস ও নিয়া হবে যাতে আপনারা হাতে কলমে সকল সমস্যা ঠিক করে নিতে পারেন।। আর যেকোনো সমস্যায় আমার সাথে সরাসরি যোগাযোগ করারও সুযোগ রয়েছে।
আপনার এই সমস্যা সমাধানের ইচ্ছাশক্তি এবং আপনার দক্ষতায় আপনাকে প্রোগ্রামিং দুনিয়ার শীর্ষে নিয়ে যাবে ইনশাল্লাহ । তাই আর দেরি না করে এই কোর্স এনরোলের মধ্যে দিয়ে সফলতার শুরু টা শুরু করুন Learntale এর সাথে।
#সচরাচর কিছু প্রশ্নসমূহ??
( ১ ) কোর্সটি কিভাবে করবো?
উত্তরঃ Learntale একটি ই – লার্নিং প্ল্যাটফর্ম । আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে কোর্স করতে পারবেন । কোর্স চলাকালীন অথবা পরবর্তীতে কাজ করার সময় প্রবলেম ফেস করলে , Instructor- এর হেল্পও পাবেন এবং টিউটোরিয়াল এর কোন বিষয় বুঝতে সমস্যা হলে Instructor কে কল দিয়ে সমাধান করে নিতে পারবেন।
( ২ ) আমি এই অনলাইন কোর্সটি কিনতে চাই , তাহলে কিভাবে কিনবো ?
উত্তরঃ আপনি প্রথমে আমাদের সাইটে রেজিষ্ট্রেশন করার মাধ্যমে আপনার প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইলে লগ ইন করে তারপর যেই কোর্সটি নিতে চান সেখানে গিয়ে Add To Cart করবেন। তারপর ওখানে গিয়ে যেই Number গুলো আছে সেখানে রকেট / বিকাশ দিয়ে মূল্য পরিশােধ করে আপনার পেমেন্ট নাম্বার আর Transaction ID দিয়ে সাবমিট করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত কোর্সটি আপনার প্রোফাইলে পেয়ে যাবেন। আর পেয়ে যাবেন কোর্সের লাইফ – টাইম আক্সেস এবং যেকোনাে সময় ওয়েবসাইটে লগিন করে কোর্সের ভিডিও দেখে শিখতে পারবেন।
( ৩ ) কোর্সের শেষে কোন প্রশ্ন থাকলে অথবা কাজের সময় সমস্যায় পরলে সাপাের্ট পাওয়া যাবে ?
উত্তরঃ অবশ্যই । কোর্সের এনরােল করা মেম্বার্সদের জন্য Secret Group থাকবে। সেখানে তারা কোর্স সম্পর্কিত যেকোনাে প্রশ্ন করলে , তার উত্তর পেয়ে যাবে ।
(৪) কোর্সটি করতে আমার কি কি প্রয়োজন?
উত্তরঃ ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার ,কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক ধারণা এবং একটি হেডফোন (ল্যাপটপ হলে হেডফোন আবশ্যক নয়) ।
(৫) কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হবে?
উত্তরঃ হ্যাঁ, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন ,যা কোর্স শেষ করে ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রোফাইল থেকেই।
তাই আর দেরি না করে কোর্সটিতে এনরোলের মাধ্যমে সফলতার দিক দিয়ে সবার থেকে নিজেকে একধাপ এগিয়ে নিন।
FAQ
Comments (0)
