About this course
#কেন আমি এই Professional Photo Editing (Basic to Advance) কোর্সটি তৈরি করেছি?
গ্রাফিক্স ডিজাইন অনেক বড় একটি সেক্টর।একেবারে এটি সম্পূর্ণ ভাবে আয়ত্ত করা অনেক কষ্ট সাধ্য বিষয় হয়ে দাঁড়ায় এবং অনেকটা সময় চলে যায় এটি আয়ত্ত করতে।ফলে আমাদের ইনকাম করার শুরুটাও দেরি হয়ে যায়। তাই যদি এর কিছু অংশ শিখেই ইনকাম শুরু করতে পারেন তাহলে আর দেরি কেনো!!!অনেকগুলো ভাগে বিভক্ত এই সেক্টরটি।তার মধ্যে অন্যতম প্রধান একটি ভাগ হলো ফটো এডিটিং।
আমরা সকলেই প্রায় ছবি তুলতে ভালবাসি।তারপর সাধারণত সেটির ব্রাইটনেস কমিয়ে-বাড়িয়ে,নানা ধরনের ফিল্টার ব্যবহার করে, অবাঞ্ছিত অংশ কেটে দিয়ে ছবিটি আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি।তবে আমাদের অনেকেরই জানা নেই আমরা যদি ছবি এডিটিং ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা তো সেটিকে নিজের কাজে লাগাতে পারবো এর সাথে ইনকামও করতে পারবো খুব সহজেই।
আমরা যেভাবে এডিটিং করি সেভাবে এডিট করে সেভাবে কিছু করা সম্ভব নয়।তাই উচিৎ প্রফেশনাল ভাবে ফটো এডিট শেখা। এই প্রোফেশনাল ফটো এডিটিং কোর্সটি করে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলাতেও প্রচুর কাজ করতে পারবেন । তার মানে আপনার একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা সম্ভব।
আর এই জন্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফটো এডিটিং এর বেসিক টু অ্যাডভান্স কোর্স। তাই এই কোর্সটি আপনাকে একটা সম্ভাবনাময় ক্যারিয়ারের হাতছানি দিচ্ছে।
তাই আর দেরি না করে এই কোর্স এনরোলের মধ্যে দিয়ে সফলতার শুরু টা শুরু করুন Learntale এর সাথে।
#কি কি থাকছে এই কোর্সটিতে ????
- পরিচয় পর্ব । গ্রাফিক্স ডিজাইন কি? ফটো এডিটিং কি?
- কম্পিউটার Requirements (Software Installments)
- Photoshop Tools পরিচিতি । Photoshop Tools- এর ব্যবহার ।
- Photo Choosing Knowledge (High-Res Image, Low-Res Image, Right Download Process, Bad and Good, Image Theory, Importance of Choosing Right Image)
- Quick Selection Tools Work (Lasso Tool, Polygonal Lasso Tool, Magnetic Lasso Tool)
- One of The Most Important Tool in Photoshop- Pen Tool (Right way of using the pen tool, Normal Clipping, Multiple Clipping)
- Clone Tool Work Process
- Simple Color Correction (প্রোডাক্ট কালার কারেকশন, পারসন কালার কারেকশন, ন্যাচারাল ফটো কালার কারেকশন)
- Work Of Blur Tools ( Gaussian Blur, Shape Blur)
- What Is Noise? (Noise remove, Add Noise On Photo)
- What is Shadow (Easy Shadow Effect, Product Shadow )
- Easy Color Correction.
- Fundamentals Of Masking (Hair Masking, Fur Product Masking )
- Color Changing Fundamentals (Hair Color Change, Dress Color Change)
- Different Photo Effects
- Oil Painting Effect
- Burn Tool Work, Dodge Tool Work
- Changing Background (Add Object, Remove Object From Photo)
- Photo Sketch
- Advanced Photo Manipulation, Background Change
- Marketplace এ Photo Editor এর চাহিদা সম্পর্কিত আলোচনা ।
তাই আপনি যদি প্রোফেশনাল মানের একজন Photo Editor হতে চান ,তাহলে এই কোর্সটি হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স।
#সচরাচর কিছু প্রশ্নসমূহ??( ১ ) কোর্সটি কিভাবে করবো?
উত্তরঃ Learntale একটি ই – লার্নিং প্ল্যাটফর্ম । আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে কোর্স করতে পারবেন । কোর্স চলাকালীন অথবা পরবর্তীতে কাজ করার সময় প্রবলেম ফেস করলে , Instructor- এর হেল্পও পাবেন এবং টিউটোরিয়াল এর কোন বিষয় বুঝতে সমস্যা হলে Instructor কে কল দিয়ে সমাধান করে নিতে পারবেন।
( ২ ) আমি এই অনলাইন কোর্সটি কিনতে চাই , তাহলে কিভাবে কিনবো ?
উত্তরঃ আপনি প্রথমে আমাদের সাইটে রেজিষ্ট্রেশন করার মাধ্যমে আপনার প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইলে লগ ইন করে তারপর যেই কোর্সটি নিতে চান সেখানে গিয়ে Add To Cart করবেন। তারপর ওখানে গিয়ে যেই Number গুলো আছে সেখানে রকেট / বিকাশ দিয়ে মূল্য পরিশােধ করে আপনার পেমেন্ট নাম্বার আর Transaction ID দিয়ে সাবমিট করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত কোর্সটি আপনার প্রোফাইলে পেয়ে যাবেন। আর পেয়ে যাবেন কোর্সের লাইফ – টাইম আক্সেস এবং যেকোনাে সময় ওয়েবসাইটে লগিন করে কোর্সের ভিডিও দেখে শিখতে পারবেন।
( ৩ ) কোর্সের শেষে কোন প্রশ্ন থাকলে অথবা কাজের সময় সমস্যায় পরলে সাপাের্ট পাওয়া যাবে ?
উত্তরঃ অবশ্যই । কোর্সের এনরােল করা মেম্বার্সদের জন্য Secret Group থাকবে। সেখানে তারা কোর্স সম্পর্কিত যেকোনাে প্রশ্ন করলে , তার উত্তর পেয়ে যাবে ।
(৪) কোর্সটি করতে আমার কি কি প্রয়োজন?
উত্তরঃ ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার ,কম্পিউটার ও ইন্টারনেট এর প্রাথমিক ধারণা এবং একটি হেডফোন (ল্যাপটপ হলে হেডফোন আবশ্যক নয়) ।
(৫) কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হবে?
উত্তরঃ হ্যাঁ, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন ,যা কোর্স শেষ করে ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রোফাইল থেকেই।
তাই আর দেরি না করে কোর্সটিতে এনরোলের মাধ্যমে সফলতার দিক দিয়ে সবার থেকে নিজেকে একধাপ এগিয়ে নিন। আর আপনার সফলতায় Learntale আপনার পাশে থাকার অঙ্গীকার করছে।
Comments (0)
